অত্র থালতামাঝগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি জায়গা নাম চালা। এই চালাতে রয়েছে একটি অজ্ঞাত পরিচয়ের মাজার। এই মাজার নিয়ে রয়েছে অনেক চমৎকার কাহিনী রয়েছে। লোক মুখে শোনা যায় এই মাজারে যে যা নিয়তে মানত করে তার সেই আশা পূর্ন হয়। তাই সপ্তাহের শেষে প্রতি শুক্রবার জম্মাদিন এখানে বসে আশেকের মিলন মেলা। যেন মনে হয় বিরাট কোন ওরশ শরিফ পালন হচ্চে। কেউ ছাগল, কেহ মোরগ, কেহ খাসি, কেউবা আবার মিষ্টি, কেহ ক্ষির, পোলাও ইত্যাদি তৈরী বা রান্না করে লোকজনের মাঝে বিতরণ করে। তবে এই মাজারটি কার তা নিশ্চিত ভাবে কোন তথ্য দিতে পারেনি মাজার কর্তৃপক্ষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস